আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিএনপির জয়লাভের মাধ্যমে প্রমাণিত হয়েছে ইভিএমে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়।
এসময় তিনি বলেন, বিএনপিকে অভিনন্দন জানাই, তারা নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জয় লাভ করেছে। নিশ্চয় বিএনপি এখন আর ইভিএম নিয়ে কিছু বলবেন না। নির্বাচন যে সুষ্ঠু হয় গতকালকের নির্বাচন দেখে বিএনপি নিশ্চয় বুঝেছেন। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপি এখন আর প্রশ্ন তুলবে না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
Leave a Reply