বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো : সুলতান সালাহউদ্দিন টুকু

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১০ সময় দেখুন

টাঙ্গাইল, ৩১ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (৩১ মার্চ) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদ এ দেশে মানুষের ওপর গত ১৭ বছর সর্বোচ্চ জুলুম করেছে। আজ সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছে তাদের সবাই নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটিকে গড়ে তুলব।

 

সারা দেশের মতো টাঙ্গাইলেও পালিত হচ্ছে ঈদুল ফিতর। এ উপলক্ষে জেলায় ১৩১৩টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় সকালে সাড়ে ৯টায়। নামাজে রাজনৈতিক নেতাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

 

প্রধান জামাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্যাহ আল মামুন, পৌরসভার প্রশাসক মোহাম্মদ সিহাব রায়হান, জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।

 

ঈদের নামাজ পড়ান টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। পরে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর