ফরিদপুর, ০৬ এপ্রিল ২০২০ইং (ঢাকা টিভি রিপোর্ট): জ্বর, কিডনি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম আবু শেখ। আজ সোমবার সকাল নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৭০ বছর বয়সী আবু শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার চরমুরাদিয়া গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। শারীরিকভাবে অসুস্থ হলে গত ৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল নয়টার দিকে বৃদ্ধ আবু শেখ মারা যান। তিনি কিডনি, জ্বর- নিউমোনিয়ায় ভুগছিলেন।
সাইফুল ইসলাম আরও বলেন, ‘রবিবার বিকালে আবু শেখের শরীর থেকে আলামত নিয়ে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমরা এখনো রেজাল্ট পাইনি।’
মৃতের লাশ পৃথকভাবে রাখা হয়েছে। লাশ পরিবারকে হাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply