মামুন মিঞা-ফরিদপুর, ২২ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীডাঙ্গী মডেল মসজিদে অডিটোরিয়াম হলরুমে মঙ্গলবার “২২শে অক্টোবর দুপুর ১২ টার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চর ভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম এর অনুউপস্থিতিতে তার প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হোসেন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা কৃষিবিদ মোহাম্মদ মামুনুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলার ধর্ম বিষয় মন্ত্রণালয়ের উপ-পরিচালক রুহুল আমিন।
সম্মেলন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কামাল হোসেন ফিল্ড সুপারভাইজার মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম,ইসলামিক ফাউন্ডেশন,চরভদ্রাসন ফরিদপুর।
চরভদ্রাসন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা ও সাধারণ সম্পাদক আহম্মেদ আল ইভান। ফিল্ড অফিসার রাসেল ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর । বক্তাগন বলেন, প্রতি ৩ মাস অন্তর মসজিদের ইমামদের নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষন গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বিষয়ে ইমামদের আধুনিক করন প্রশিক্ষণ প্রদান করা হয়। ইমামদের আধুনিকিকরন অংশগ্রহণের জোর দেওয়ার গুরুত্ব আরোপকরা হয়।
Leave a Reply