মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের ফোন, করোনা ও বন্যা নিয়ে আলোচনা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ১১৮ সময় দেখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে দুই প্রধানমন্ত্রী কথা বলেন। ১৫ মিনিট স্থায়ী ওই ফোন কলে করোনা ও বন্যা নিয়ে আলোচনা করেন তারা। তবে এর বাইরে অন্য কোনো ইসু ছিল কি না তা জানা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মতে, আজ ১৩: ৩০ঘটিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোন করেন। দু’নেতার কথপোকথন প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। কুশলাদি বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে জানতে চান। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এরপর ইমরান খান শেখ হাসিনার নিকট বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর