শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

প্রথম পর্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রবিবার সকাল ৯টায়

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ সময় দেখুন

টঙ্গী-পূবাইল (গাজীপুর), ০১ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দফার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল নয়টায়। এই প্রথম সকাল নয়টায় মোনাজাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক শুরায়ে নেজামের মুরব্বি মুফতি কেফায়তুল্লাহ আজহারী।

 

প্রেস ব্রিফিংয়ে সাদপন্থিদের বিরুদ্ধে দেশ-বিদেশে অপপ্রচারের অভিযোগ আনা হয়। একই সঙ্গে সারা দেশে কওমী মাদ্রাসার পরীক্ষার জন্য ছাত্র ও তাদের ওস্তাদরা ইজতেমায় আসতে পারছেন না বলে জানানো হয়।

 

সাংবাদিকদের আজহারী বলেন, আগে ১১টা বা ১২টায় মোনাজাত হতো। এবারই প্রথম সকাল নয়টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। মোনাজাতে সবাইকে শরিক হওয়ার জন্য আহবান জানান তিনি।

 

সাদপন্থিদের বিরুদ্ধে অভিযোগ করে আজহারী বলেন, ‘২০২৪ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে সাদপন্থিরা ইজতেমা ময়দানে হামলা করে আমাদের সাথীদের রক্তাক্ত করে। তারা দেশে-বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছেন। তাদের গুজবে গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমায় আসতে ভয় পাচ্ছেন।’

 

তারপরও এখন ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ উল্লেখ করে আজহারী বলেন, লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে এসেছেন, আরও আসবেন।

 

সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরায়ে নেজামের শীর্ষ মুরব্বি বলেন, ‘আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিগত সরকার আমাদের দাবি সত্ত্বেও দুই পর্বে ইজতেমা করতে দেয়নি। এবার সরকার আমাদের দাবি মেনে নেয়ায় প্রথম পর্বে ৪২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিচ্ছেন। বাকি ২২ জেলার মুসল্লিরা ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইজতেমায় অংশ নেবেন।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী মাহফুজ হান্নান, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মোহাম্মদ আলী ও শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

 

এবার প্রথম পর্বে জুবায়েরপন্থিরা দুই দফা ইজতেমা আয়োজন করে। প্রথম দফা রবিবার শেষে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় দফা। এরপর তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা সাদের অনুসারীদের তত্ত্বাবধানে আগামী ১৪ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর