শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

পুলিশের পোশাকের পর এবার পরিবর্তন হলো পুলিশের লোগো

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৩ সময় দেখুন

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে নতুন পোশাকের ট্রায়াল হয়েছে। এবার পরিবর্তন হলো পুলিশের লোগো। বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়েছে।

 

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানা যায়। এতে বলা হয়, শিগগির মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

 

নতুন লোগোটি এরকম- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টবে লেখা পুলিশ।

 

চিঠিতে লোগো পরিবর্তনের বিষয়ে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

 

এমতাবস্থায় জেলা/ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম/লোগো, ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

চিঠিতে আরও বলা হয়েছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে।

 

২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে এই মনোগ্রামে পরিবর্তন করা হয়, যেটি বর্তমানে আছে। সেই লোগোতে রয়েছে, পাল বাধা নৌকার দুই পাশে গম ও ধানের শীষের মালা। পালের ওপরে একটি শাপলা। নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর