শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

পারিশ্রমিক বিতর্কের মাঝে রাজশাহী আরও ২ বিদেশি ক্রিকেটার কিনল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): চলতি বিপিএলে সবচেয়ে বেশি আলোচনায় দুর্বার রাজশাহী। তবে সেটা মাঠের খেলার জন্য, মাঠের বাইরের এক ঘটনার জন্য বেশি আলোচনায় রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারায় অনুশীলন বাতিলকে কেন্দ্র করে তারা খবরের পাতায়। এরই মাঝে রাজশাহী নতুন করে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল।

 

আজ (শুক্রবার) এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক দেয়াল এবং আফগানিস্তানের পেসার আফতাব আলমকে নেওয়ার কথা জানিয়েছে রাজশাহী।

 

বিপিএলের চলতি আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই বিদেশি ক্রিকেটার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলছে দুর্বার রাজশাহী। সেই ম্যাচের একাদশে আছেন নতুন করে ডাক পাওয়া দুই ক্রিকেটারই। এর মধ্যে উইন্ডিজ অলরাউন্ডার দেয়াল গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন।

 

এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ৩৪ বছর বয়সী ক্যারিবীয় এই অলরাউন্ডার খেলেছেন একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ত্রিনবাগো নাইট রাইডার্স, শারজাহ ওয়ারিয়র্স, নিউইয়র্ক স্ট্রাইকার্সের মতো দলে খেলেছেন দেয়াল।

 

অন্যদিকে, আফগান পেসার আফতাব ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। ৩২ বছর বয়সী এই ক্রিকেটার দেশের হয়ে ২৭ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলে মোট ৫২ উইকেট শিকার করেছেন। মাঠ মাতিয়েছেন এলপিএল ও এপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও।

 

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ ছাড়াও চট্টগ্রাম পর্বে আরও তিনটি ম্যাচ খেলবে রাজশাহী। ১৯ জানুয়ারি খুলনা, ২০ জানুয়ারি চিটাগং কিংস আর ২৩ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর