জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৪ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলা পরিবেশক সমিতির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় শহরের ট্রিন ট্রিন রেস্টুরেন্ট এন্ড গ্রীল এর হল রুমে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
পাবনা জেলা পরিবেশক সমিতির সভাপতি মো. ইফতেখারুল আলম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ উল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাসিম হোসেন, ইমরান হোসেন মানিক, মো, সাইফুল ইসলাম, মো, রইচ উদ্দিন ও মো, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
পরে দেশ জাতি ও ব্যবসায়ীদৈর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply