জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার আমিনপুরে ১০ টাকার খাজা কিনে দেয়ার কথা বলে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে ৬০ বয়সী হেনা মোল্লার বিরুদ্ধে। ষাট বছরের বৃদ্ধের কাছে ৬ বছরের শিশু রক্ষা পেলো না।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর মেয়েটি তার রুমে একাই টিভি দেখছিল।পার্শ্ববর্তী হেলাল ওরফে হেনা মোল্লা(৬০) ১০ টাকার লোভ দেখিয়ে তার লালসার শিকার করে পালিয়ে যায়। অভিযুক্ত হেলাল ওরফে হেনা মোল্লা বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার জাতসাখিনী গ্রামের মৃত আহমেদ মোল্লার ছেলে।
খবর পেয়ে ঘটনা স্থানে আমিনপুর থানা পুলিশ অভিযান চালায়, তবে হেনা মোল্লাকে আটক করা সম্ভব হয়নি। শিশুটির মা আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেছে। শিশুটির মা এবং পরিবারের লোকজন হেনার সঠিক বিচার দাবি করেছেন।
এ বিষয়ে আমিনপুর থানার ইন্সপেক্টর তদন্ত নুরুস সালাম সিদ্দিক জানান, গতকাল সন্ধ্যার পর খবর পাই আমিনপুর থানার জাতসাখিনী গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ করেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় তবে, অভিযুক্ত হেলাল ওরফে হেনা মোল্লাকে পাওয়া যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি আশা করছি খুব দ্রুতই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবো।
Leave a Reply