রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

পাপিয়ার কাছে চার কোটি টাকার সন্ধান, মামলা করবে দুদক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ১২৭ সময় দেখুন

জেলগেটে জিজ্ঞাসাবাদে জ্ঞাত আয়বহির্ভূত চার কোটি টাকারও বেশি সম্পদের তথ্য পাওয়ায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে ঈদের পর মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২০ জুলাই দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক শাহীন আরা মমতাজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে পাপিয়া ও সুমনকে দিনভর জিজ্ঞাসাবাদ করেন। এরই মধ্যে তার বিরুদ্ধে অভিযোগের প্রতিবেদন সম্পন্ন করার কথাও জানান অনুসন্ধান কর্মকর্তা।

অনুসন্ধানের বিষয়ে শাহীন আরা মমতাজ বলেন, ‘আমাদের অনুসন্ধান কাজ প্রায় শেষ। প্রতিবেদনের সব কাজ সম্পন্ন করেছি। ঈদের আগেই মামলার সুপারিশসহ অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করব। তবে ঈদের আগেই তার বিরুদ্ধে মামলার করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না, সময় খুবব কম। ঈদের আগে মামলা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর