শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

পাকিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলায় যাত্রীদের উদ্ধারে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে প্রায় ৫০০ জন যাত্রীকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ইতোমধ্যে দেশটির সামরিক বাহিনী ট্রেনে থাকা যাত্রীদের উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের ঘটনা বা হামলার বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি।

 

নিরাপত্তা সূত্রের বরাতে রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ জানিয়েছে, সামরিক বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং একটি কঠোর অভিযান শুরু করেছে যা আক্রমণকারীদের নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

 

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনটি যে ট্রানেলের কাছে রয়েছে সেখানে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পাহাড়ি এলাকায় জঙ্গিদের সঙ্গে সামরিক বাহিনীর গুলি বিনিময় চলছে।

 

এরআগে মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেনে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে গুলিতে ছুড়ে ট্রেন থামাতে বাধ্য করে, পরে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। তবে হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও পর্যন্ত সরকার ভাগ করে নেয়নি।

 

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেন, ‘পেহরো কুনরি এবং গাদালারের মাঝামাঝি কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।’

 

কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ৯টি কোচ বিশিষ্ট এই ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন।

 

তিনি আরও জানান, ট্রেনের যাত্রী ও কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পাহাড় ঘেরা একটি সুড়ঙ্গের ঠিক সামনে ট্রেনটি আটকে আছে। যেখানে ট্রেনটি থামানো হয়েছে সেটি পাহাড়ি অঞ্চল, যার ফলে জঙ্গিদের আস্তানা তৈরি করা এবং হামলার পরিকল্পনা করা সহজ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর