বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ : নিহত ১৬, মৃতের সংখ্যা বাড়তে পারে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৪৫৩ সময় দেখুন

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৬ জনের মৃত্যু নিশ্চিত করে কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার সকালে দেশটির সাদিকাবাদে ওয়ালহার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল বিভাগ।

দুর্ঘটনাস্থল রাহিম ইয়ার খান জেলার পুলিশ কর্মকর্তা ওমর ফারুক সালামাত জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন, যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে উপস্থিত হলে স্টেশনের সিগন্যাল পরিবর্তন হয়। ফলে ট্রেনটি অন্য লাইনে চলে যায়। সেই লাইনে আগে থেকেই একটি মালবাহী ট্রেন উপস্থিত ছিল। দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

জেলা প্রশাসক জামিল আহমেদ জালাল জানান, সকালে ভারী যন্ত্রের সাহায্যে ট্রেনের নিচে আটকে পরা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের পানি ও খাবার দেয়া হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানান, উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেবে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মতে, দায়িত্বে অবহেলার কারণে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারকে ১৫ লাখ রুপি ও আহতদের পাঁচ মিলিয়ন রুপি ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটার বার্তায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। কয়েক দশক ধরে অবহেলিত রেলের অবকাঠোমো উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতিও দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর