ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজধানীতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমা নামাজের পর বেলা সোয়া দুইটার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সাতরাস্তা ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।
পূর্বঘোষিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় বেঁধে এবং অনেকে গায়ে কাপনের কাপড় জড়িয়ে মিছিলে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অনেকের হাতে ব্যানার-ফেস্টুন।
সরকারের আশ্বাসের পর দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় তারা প্রতীকী কাফন মিছিল করেন বলে জানান শিক্ষার্থীরা। দাবি-দাওয়ার দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তারা।
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার দাবি-দাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে আলোচনায় তারা সন্তুষ্ট হতে পারেননি। তাই আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। এদিন্ সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।
মন্ত্রণালয়ে আলোচনায় কোনো সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আজকের কাফন মিছিলের কর্মসূচির ঘোষণা দেন।
Leave a Reply