স্পোর্টস ডেস্ক, ২৩ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ক্রিকেটবিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। ক্রিকেট দুনিয়াই পাল্টে দিয়েছে আইপিএল। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল মানেই যেন অর্থের ঝনঝনানি। এক আইপিএল খেলেই কোটি কোটি টাকা আয় করেন অনেক ক্রিকেটার।
এবার আরও একবার আইপিএল নিয়ে মেতে উঠবেন ক্রিকেটপ্রেমীরা। আজ শনিবার (২২ মার্চ) পর্দা উঠছে আইপিএল ২০২৫ আসরের। ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও কলকাতার মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। ১৭ বছর পর ফের এ দু’দলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল।
২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। আগে আট দল খেললেও এবারের প্রতিযোগিতায় খেলছে ১০টি দল। গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনবার এই ট্রফি জিতেছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এখনো পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি।
প্রায় ১০ বছর পর আইপিএলের উদ্বোধনী ম্যাচ হচ্ছে কলকাতার ইডেন উদ্যানে। তা ছাড়া কলকাতা বনাম বেঙ্গালুরু মানেই দারুণ লড়াই। আগের আইপিএল ম্যাচে অনেক উত্তেজক মুহূর্ত তৈরি হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। দুই দলই জিতে শুরু করতে মরিয়া। শনিবারের ম্যাচের আগে রহস্য স্পিনার হয়ে ওঠা বরুণ চক্রবর্তী নিজের পাফরম্যান্স অন্য উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘ধারাবাহিকতা বজায় রাখাই আসল কাজ। আমি সেটা নিয়ে অনবরত কাজ করে চলেছি। ধারাবাহিকতা ধরে রাখা সবচেয়ে কঠিন। তাই আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে। পাশাপাশি বেশ কিছু নতুন ডেলিভারি নিয়েও কাজ করছি। আশা করি, কয়েকটা ম্যাচে আপনারা সেটা দেখতেও পাবেন।’ বেঙ্গালুরুর বিপক্ষে আজ অভিযান শুরু করছে কলকাতা। বিরাট কোহলির সঙ্গে বরুণের একটা দ্বৈরথ দেখা যেতে পারে।
বল মাঠে গড়ানোর আগে রয়েছে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি ও করণ আউজলা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন খোদ কেকেআর মালিক শাহরুখ খান। যা আয়োজনের অন্যতম আকর্ষণ। এর আগেও তিনি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন।
অনুষ্ঠানের জন্য সময় বেশি পাওয়া যাবে না। আধ ঘণ্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে পুরো অনুষ্ঠান শেষ করতে হবে। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। সাতটায় টস। সাড়ে সাতটায় বল গড়াবে মাঠে। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে কেকেআর-আরসিবি লড়াই।
গতকাল বিকালে কলকাতায় পা রেখেছেন শ্রেয়া, দিশারা। রাতেই উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া দেওয়ার কথা ছিল তাদের। সহকারী শিল্পী, নৃত্যশিল্পী মিলিয়ে প্রায় ২০০ জনের বহর প্রস্তুত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। আয়োজনে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষস্থানীয় কর্তারা। বোর্ডের অধীনস্থ সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরাও আসবেন। এ ছাড়া সাবেক ক্রিকেটারদের উপস্থিতিও দেখা যাবে। মুম্বাই ও আমেদাবাদে কোল্ড প্লে ইভেন্টে দর্শকরা হাতে ‘জাইলো ব্যান্ড’ ব্যবহার করেন। এবারও তেমনটি দেখা যেতে পারে।
Leave a Reply