সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

পবা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে ও কমিনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সিহাবুল আলম সম্রাট-রাজশাহী
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৮ সময় দেখুন

মোঃ সিহাবুল আলম সম্রাট-রাজশাহী, ০৭ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট):  আজ সোমবার ০৭-০৯-২০২৪ ইং রাজশাহী পুঠিয়া পবা হাইওয়ে থানায় বগুড়া রিজিয়নের উদ্যোগে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় ও প্রধান অতিথি আলী আহমেদ হাশমী (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এর উপস্থিতিতে মতবিনিময় ও আলোচনা শুরু হয়। উক্ত মতবিনিময় সভায় দেশের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা উন্নয়নের করে রাস্তা ঘাটের নিরাপত্তা নিশ্চিত ও দেশেকে পুনর্গঠন করে কিভাবে সামনে  এগিয়ে নেওয়া যায় এই সম্পর্কে আলোচনা করেন।

 

উক্ত কমিনিটি পুলিশিং এর মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী আহমেদ হাশমী (সিনিয়র সহকারী পুলিশ সুপার) হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন।

তিনি বলেন বানেশ্বর বাজার ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এই বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিনিটি পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতার মাধ্যমে বানেশ্বর থেকে শিবপুর হয়ে নাটোর সদর ( বন বেলঘরিয়া) হাইওয়ে থানা পর্যন্ত হাইওয়ে রোডের নিরাপত্তা নিশ্চিত এর কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন আমি যতদিন বগুড়া হাইওয়ে রিজিয়নের দায়িত্বে আছি কোনো পুলিশ সদস্য যদি আপনাদের কাছে থেকে অন্যয় ভাবে ঘুষ বা টাকার দাবি করে দয়া করে আমাকে জানাবেন ঐ পুলিশ সদস্যর বিরুদ্ধে  যথাযথ আইনোনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উক্ত  কমিনিটি পুলিশিং মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক দুলাল বলেন পবা হাইওয়ে থানাকে তাদের সকল কার্যক্রম সঠিক ভাবে চালিয়ে যেতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সব রকম সহযোগিতা করার কথা ব্যক্ত করেন। সম্মানিত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক দুলাল ও বানেশ্বর গ্রীন লাইফ হসপিটালের চেয়ারম্যান  মোঃ বাবুল আক্তার (বাবু) শিবপুর বাজার ব্যবসায়ী সাবেক সভাপতি মোঃ আব্দুল মতিন (তোতা) পবা হাইওয়ে থানাকে শিবপুর হাইওয়ে থানা করার জন্য হাইওয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে দাবি পেশ করেন। তারা সকলে ছোট যানবাহন গুলোর প্রতি একটু সদয় হওয়ার জন্য আহবান জানান হাইওয়ে কতৃপক্ষকে।

 

কমিনিটি পুলিশিং মতবিনিময় সভায় সাধারণ জনগণের পক্ষে ড্রাইভার মোঃ আবু নোমান বলেন উচ্চ সরে র্হন বাজালে জরিমানার যে বিধান পাশ করা হয়েছে বা ছোট র্হন বাজানোর যে নিয়ম চালু করা হয়েছে এই বিষয়ে তিনি বলেন  ছোট র্হন বাজালে রাস্তায় চালিত ছোট যানবাহন গুলো যেমন,সিনজি, অটোরিকশা,নছিমন,করিমন মোটরসাইকেল ছোট র্হন বাজানোর শব্দ তারা বুঝে না বা শুনতে পাইনা।এসব ছোট যানবাহন গুলো বড় যানবাহনের র্হন বাজালেও সাইড দিচ্ছে না। এতে বড় যানবাহন গুলো রাস্তায় চলাচলের সময় ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। এই মতবিনিময় সভার মধ্যেমে হাইওয়ে পুলিশ  কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন ড্রাইভার মোঃ আবু নোমান।

 

উক্ত মতবিনিময় সভাই উপস্থিত ছিলেন মোঃ আব্দুল গাফফার বুলবুল, সালাউদ্দিন বাবু, মুক্ত রশিদ মুর্শেদ লোটাস সাদেক, আহসান, বদিউজ্জামান, খুরশেদ আলম, আতাউর রহমান, বিপ্লব, আশিক, সাজ্জাদ, জাহাঙ্গীর আলম, লিটন, শিমুল, মেরাজ, মোছা সামিয়া আল জামী , হাসান ইমাম অনিক ও আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর