মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি ২৫ লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২ সময় দেখুন

ঢাকা, ২৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের ২৯ জেলার মানুষ।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে যানজট মুক্ত পথে ঈদ করতে বাড়ি ফিরছেন তারা। গত ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মটর সাইকেলসহ ৪৯ হাজার ৪৮৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা।

 

এদিকে শুক্রবার সকাল থেকে এ পথে গাড়ির চাপ থাকলেও আজ শনিবার সকাল থেকে গাড়ির অতিরিক্ত কোন চাপ নেই।

 

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। গাড়ির চাপ বেশি হলে তা সামাল দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। গত ২৪ ঘণ্টায় মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে মটর সাইকেলসহ ৪৯ হাজার ৪৮৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা।

 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, নয় দিনের লম্বা ছুটির দ্বিতীয় দিন শনিবার পরিস্থিতি সামাল দিতে সেতুর মাওয়া প্রান্তে অস্থায়ী একটি টোল বুথ চালু করা হয়েছে। দুটি লেনে মোটরসাইকেলসহ নয় লেনে ঘরমুখো মানুষ সেতুতে প্রবেশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর