সুলাইমান মুন্সী-পটুয়াখালী, ২৪ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২৪ অক্টোবর সন্ধায় পটুয়াখালী সদর থানা পুলিশ পটুয়াখালীর সদর থানার ৭নং লোহালিয়া ইউনিয়ানের কুড়িপাইকা গ্রামের মোসাম্মৎ কোমেলা বেগমের চুরি যাওয়া গরুর ৪০/৫০ কেজি গোস্ত উদ্ধার করে করে থানায় নিয়ে আসে।
জানা যায়, গত ৭আগাষ্ট পটুয়াখালী সদর থানার ৭নং লোহালিয়া ইউনিয়ানের কুড়িপাইকা গ্রামের মোসাম্মৎ কোমেলা বেগমের বারান্দা থেকেরাত্রী আনুমানিক ১২ সময় তিনটি গরু চুরি হয়। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকা। হতদরিদ্র কোমেলা বেগমের একমাত্র সম্বল গরু তিনটি হারিয়ে সম্বলহীন হয়ে পরে। পরে গত ১৫ আগষ্ট পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর অভিযোগকারীর উপর চোর চক্রের লোকজন নির্যাতন চালিয়ে ভিটাছাড়া করে। চোর চক্রের লোকজন এলাকার প্রভাবশালী, দাঙ্গাবাজ লোক হবার কারনে কেউ তাদেরকে কিছু বলার সাহস পায় না।
অবশেষে আজ ২৪ অক্টোবর সন্ধায় পটুয়াখালী সদর থানার এস আই রাসেল এর নেতৃত্ব অভিযান পরিচালনা করে কুড়িপাইকা গ্রামের রেজাউলের নিজ বাসা থেকে চুরি হওয়া গরুর ৪০ থেকে ৫০ কেজি গোস্ত উদ্ধার করে থানায় নিয়ে আসে। চোর চক্রের অন্যান্যদের সনাক্তকরণ কাজ চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
Leave a Reply