বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ফিলিস্তিনে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত  হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

 

আজ সোমবার (৭ই এপ্রিল) দুপুর বেলা ১১টায় দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার জনতা কলেজ মোড় থেকে বিকঝোভ মিছিল শুরু করে পীরতলা বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় এসে মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন(ডুসা) এর সভাপতি সাফায়েত সাগর এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবির এর সভাপতি মোঃ মাসুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমতিয়াজ তার বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল চরম পশুত্ত্বের পরিচয় দিয়েছে। বোমা মেরে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা কোনো মানুষের পক্ষে মেনে নেয়া অসম্ভব। আমরা আল্লাহর কাছে ইসরায়েল এর ধ্বংস কামনা করছি।

 

ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ বলেন, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নীতি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করছে। এ হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ। কিন্তু তাদের এই হামলাকে সমর্থন দিয়ে আসছে আমেরিকা, যা খুবই ঘৃন্য।

 

তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরাইল হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও তা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ছে না এবং কিছু দেশ তাদের সমর্থন দিয়ে আসছে , যা আসলেই দুঃখজনক।

 

উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাজ্জাদুল ইসলাম দুর্জয় বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও হামলার তীব্র নিন্দা জানাই।আশা করছি তারা ফিলিস্তিনিদের ওপর চালানো অত্যাচার নির্যাতন অতি দ্রুত বন্ধ করবে। তিনি সকলকে ইসরায়েল এর পন্য বয়কটের অনুরোধ জানান।

 

এ ছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন বয়সের নানা শ্রেনী-পেশার সর্বস্তরের তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর