মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনে শহীদ পরিবার পেলেন তারেক রহমানের ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৯ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। সংগঠনটির প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় আজ শনিবার ২৯ মার্চ এ উপহার পৌঁছে দেয়া হয়েছে।

উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটারা গ্রামের শহীদ মোহাম্মদ মিলন হাওলাদার এবং পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের শহীদ মোহাম্মদ জসিম উদ্দিন এর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় মনিটর অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

 

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে এই ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে উপহার পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত ৭০০ জন শহীদ পরিবারকে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে। আরও বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এবং ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহবায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় এই কর্মসূচি উপহার সামগ্রী বিতরন হচ্ছে।

 

উপস্থিত পবিপ্রবি শিক্ষক ডাঃ মহিবুল্লাহ রুবেল বলেন, এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাদের নির্দেশে আমরা এই উপহার পৌঁছে দিচ্ছি। প্রথম পর্যায়ে সরকার প্রকাশিত গ্যাজেটে উল্লেখ করা ৮৫৫ জন শহীদ পরিবারকে দেয়া হচ্ছে এই উপহার। পরবর্তীতে সরকার প্রকাশিত তালিকা ধরে দেয়া হবে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ঈদ উদযাপনে একটা পরিবারের জন্য মোটামুটি প্রয়োজনীয় সবকিছু।

 

ঈদ উপহার পাওয়া শহীদ পরিবারের সদস্যরা তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর