মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা-জেলা প্রতিনিধি (পটুয়াখালী), ২০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং যৌক্তিক দাবি আদায়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থীরা।
আজ বৃহষ্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস হতে মিছিল শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সিয়াম, সুরাইয়া, শাফাত, মেহেদী, ইভান, মারিয়া প্রমুখ। মানববন্ধন শেষে পুনরায় মিছিল সহকার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মিছিল শেষ করে এবং জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন সাধারন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবীগুলোর মধ্যে রয়েছে ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতিটি সেমিস্টার পূর্ন মেয়াদের (৬ মাস) করতে হবে এবং মানসম্নত কর্মমুখী সিলেবাস প্রণয়ন করতে হবে, কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বর্হিভূত কোন জনবল থাকতে পারবে না প্রভৃতি।
Leave a Reply