মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

পঞ্চগড় পৌর এলাকার রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ১৪৯ সময় দেখুন

পঞ্চগড় থেকে আমাদের ঢাকা টিভির প্রতিনিধি সাইয়্যেদ শান্ত জানান, পঞ্চগড় পৌর এলাকার ৫নং ওয়ার্ড কামাতপাড়া রোডসহ নূরআলা নূর কামিল মাদ্রাসা ও কলেজের রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশ দিয়ে চলে যাওয়া ড্রেনের পঁচা গন্ধ এবং ড্রেনের পানি যাওয়ার রাস্তা না থাকায় রাস্তার উপরে পানি উঠায় শিক্ষার্থীসহ এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছে।

পৌরসভার পক্ষ থেকে গুরত্বপূর্ণ এই রাস্তাটি ও ড্রেন নির্মাণের কার্যক্রম হাতে নেয়া হলেও ঠিকাদারদের সদিচ্ছার অভাবে কাজ শুরু হচ্ছে না।

এ নিয়ে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মাদ্রাসা বাংলা বিভাগের এক শিক্ষার্থী জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। পাশের খোলা ড্রেনে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।  মাদ্রাসা এর শিক্ষক  আল মামুন হোসেন জানান, চলাচলের জন্য রাস্তাটি অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিদিন প্রায় ২ হাজার শিক্ষার্থী অমানবিক দুর্ভোগের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। পৌরসভা অনেক দিন থেকে আশ্বাস দিলেও কাজ হচ্ছে না। ’

পৌর মেয়র তৌহিদুল ইসলাম ও ৫ নং ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর হোসেন বলেন, অত্যন্ত জনগুরুত্বপুর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। তারা খুব শিঘ্রই এ রাস্তার কাজে হাত দেবেন বলে জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর