ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ জানুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মঙ্গলবার ভোরে কাঠমান্ডু উপত্যকাসহ নেপালের বিভিন্ন অংশ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। আতঙ্কে বাড়িঘর থেকে বের হয়ে যায় বাসিন্দারা। খবর কাঠমান্ডু পোস্টের।
কাঠমান্ডুর জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে ৭ মাত্রার কম্পন অনুভূত হয়।
আন্তর্জাতিক মিডিয়া অনুসারে, ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে ৬.৯ মাত্রায়। রয়টার্স চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। এর মাত্রা ছিল ৭ দশমিক ১। উৎপত্তিস্থলের গভীরতা ১০ কিলোমিটার।
তবে ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
শক্তিশা্লী এ ভূমিকম্পের পর ছয়টি আফটার শক হয়। প্রথম আফটার শক হয় ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার, ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৮টা ৩৪ মিনিটে ৪.৩ মাত্রার আফটার শক হয়। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে মাটি থেকে ১০কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
সকালের শক্তিশালী ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে নেপালি এই সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে নেপালে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া বলে জানিয়েছে।
Leave a Reply