আলমগীর হোসেন-কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি (নীলফামারী), ১৮ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্মশান বাজার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ পুটিমারি ইউনিয়নের হাজিপাড়া গ্রামের আনছার আলীর ছেলে ও পানিয়ালপুকুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহত ফরহাদ পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের তেল নিয়ে মোটরসাইকেলযোগে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply