সেলিম রেজা–নীলফামারী, ০৭ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।সোশ্যাল মিডিয়ায় ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ায় ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার সকাল ১০ টার দিকে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ চত্বরে শহীদ আবরার ফারহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধির চর্চার গনতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্বরনসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক পায়েলুজ্জামান রক্সি সহ জেলা উপজেলা কলেজ ছাত্রদলের প্রমুখ।
Leave a Reply