শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

নাহিদের গতিতে রংপুরের দুইয়ে দুই, হারের শুরু সিলেটের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০১ জানুয়ারি২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনে ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে দেয় রংপুর রাইডার্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ফের মাঠে নামতে হয় তাদের, সামনে প্রথম ম্যাচে মাঠে নামা সিলেট স্ট্রাইকার্স। তবে টানা দুই দিন খেলার ধকল সয়েও ফের জয় ছিনিয়ে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এবার সিলেটকে তারা হারিয়ে দিয়েছে ৩৪ রানে।

 

সিলেটের সামনে লক্ষ্য খুব বড় ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫৬ রানের লক্ষ্য মোটেও ভয় ধরানো কিছু নয়। তবে এই লক্ষ্য পেয়েই বুকে কাঁপন ধরেছে সিলেটের। দলটির ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন তিন ব্যাটার।

এর মধ্যে ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৪ চার এবং ১ ছক্কায় ৪১ রান করেন রনি তালুকদার। তবে সিলেটের অন্য ব্যাটাররা তাকে মোটেও সঙ্গ দিতে পারেননি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরের দেখা পাওয়া জাকের আলী ২৪ রান করতে খরচ করেছেন ৩৩ বল।

রংপুরের তরুণ পেসার নাহিদ রানা ২৭ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন ও খুশদিল শাহ।

এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। পাওয়ার প্লের মধ্যে ২৮ রান তুলতেই দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরের পথ ধরেন। দুই ওপেনার স্টিভেন টেলর ১২ এবং অ্যালেক্স হেলস ৮ রানে ফেরেন। তিনে নামা সাইফ হাসানের ব্যাটে আসে ৪ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমে রংপুরের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ। প্রথম চতুর্থ উইকেটে স্বদেশী খুশদিল শাহর সঙ্গে ৪১ ও পরে পঞ্চম উইকেটে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে লড়াকু স্কোরের পথে এগিয়ে দেন তিনি।

শেষ পর্যন্ত ৪২ বলে ৪ চার এবং ১ ছকায় ৪৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার, ৪ চার এবং ২ ছক্কায় ৪১ রান আসে সোহানের ব্যাটে। তাদের ব্যাটে ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর।

সিলেটের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর