শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিসিবির ২৫৫ বস্তা চাল উদ্ধার, ডিলারের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩১৪ সময় দেখুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকার একটি চালের আড়তে অভিযান চালিয়ে টিসিবির ২৫৫ বস্তা চাল উদ্ধার করেছে র‌্যাব। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে র‌্যাব-১১ এর একটি দল। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক চালের ডিলারকে আটক করা হয়েছে। পরে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে সাজা দেন।

দণ্ডিত ডিলার মনির হোসেন তার শাশুড়ি স্থানীয় ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টির সহযোগিতায় টিসিবির এসব চাল তার মালিকানাধীন গোডাউনে অবৈধভাবে মজুদ ও সংরক্ষণ করে রাখে। এসব চাল বিভিন্ন পাইকারি হাটবাজারে বিক্রির পায়তারা করে আসছে। খবর পেয়ে র‌্যাব-১১ এর বিশেষ টিম অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ২৫৫ বস্তা চাল উদ্ধার করে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, কায়েতপাড়া ইউনিয়নের মেম্বার বিউটি আক্তার কুট্টির মেয়ের জামাতা টিসিবির চালের ডিলার মনির হোসেন হতদরিদ্রদের চাল আত্মসাৎ করতে ভুয়া ক্রেতার সইযুক্ত রশিদ দেখায়। যেখানে উদ্ধারকৃত চাল বিক্রিত দেখানো হয়েছে। কিন্তু ডিলার মনির হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়েছে, যা আত্মসাৎ করার উদ্দেশ্যে তার গোডাউনে মজুদ রাখা হয়েছিল। পরে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মনির হোসেনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর