শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

নরসিংদীতে দুর্বৃত্তদের আঘাতে যুবক আহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৭১ সময় দেখুন

আজাদ হোসেন-জেলা প্রতিনিধি (নরসিংদী), ২৫ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নরসিংদীতে দুর্বৃত্তদের আঘাতে যুবক আহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ মার্চ দিবাগত রাত নরসিংদী সদর উপজেলার ছাটিরপাড়া নামক স্থানে।

 

ঘটনা বিবরণে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে ইকবাল হোসেন সাধীন (৩৬) কাজকর্ম শেষে রাতে বাড়িতে যাওয়ার পথে সাটের পাড়া মোড়ে আসলে কয়েকজন দুর্বৃত্ত বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আর গতিরোধ করে। পরবর্তীতে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় এবং তাকে এলো পাথারি ভাবে কুপিয়ে আহত করে ফেলে যায়। পরবর্তীতে বিভিন্ন  লোকজন এসে তার বাড়িতে খবর দিলে তার আত্মীয়-স্বজন এসে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন।

 

বর্তমানে ইকবাল হোসেন স্বাধীন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসারতঃ রয়েছেন। এ ব্যাপারে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে কে বা কি কারনে এ ঘটনা ঘটতে পারে তারা কিছুই বলতে পারতেছে না।

 

ইকবাল হোসেন স্বাধীনের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার সকলের নিকট দোয়া কামনা করছেন। তিনি পেশায় একজন দলিল লেখক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর