এস এম তাজুল ইসলাম-বানিয়াচং (হবিগঞ্জ), ০৪ অক্টোবর ২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ দুপুরে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের নন্দীপাড়া সংলগ্ন এলাকায় পিকআপ এবং মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের মতে, সংঘর্ষ-এ মিশুক গাড়িটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। পিকআপটি অতিরিক্ত গতিতে চলছিল এবং মিশুকটিকে সামনে থেকে ধাক্কা দেয় বলে জানা যায়। সংঘর্ষের পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে ৫০ শষ্যা বিশিষ্ট বানিয়াচং আধুনিক হাসপাতালে পাঠান। আহতরা হলেন- নাজমুল মিয়া, ড্রাইভার (২৪),অনুফা বিবি (৫০) ও নন্দীপাড়া মহল্লা সরদার মখলিস মিয়া(৬০)।
দূর্ঘটনা পর পরই এলাকাবাসি পিকাপ ড্রাইভারকে তাদের হেফাজতে রাখেন।
Leave a Reply