বঙ্গবন্ধু মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চাকরি থেকে বরখাস্ত হতে পারেন। ঢাবির এই সহকারী রেজিস্ট্রার শিক্ষা ছুটি নিয়ে বাণিজ্যিক কর্মকাণ্ডে নিয়োজিত হওয়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আভাস পাওয়া গেছে।
ঢাবির সংশ্লিষ্ট সূত্র বলছে, চাকরিতে থেকেও নিয়ম বহির্ভূতভাবে নিজের নামে ব্যবসা করা, নকল মাস্ক দিয়ে গ্রেপ্তার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করেছেন শারমিন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে। তার যাবতীয় কাগজপত্র ও তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। শারমিনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাবি কর্তৃপক্ষ।
Leave a Reply