আমাদের ঢাকা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হিউম্যানিটির উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪নং মাটিকাটা ওয়ার্ডের মনাই নদীর তীরে দরিদ্র অসহায়দের মাঝে ৯০ টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। দরিদ্র মানুষকে খাওয়ানোর জন্য ঈদুল আযাহা কোরবানির কার্যক্রম অনুষ্টিত হয়েছে। হিউম্যানিটি ফাস্ট কানাডা অর্থায়নে ও হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশ এর আয়োজনে এসব মাংস বিতরণ করা হয়।
গাবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক ডা. আলী আহমেদ, বাদশাগঞ্জ সরকারী হাই স্কুলের শিক্ষক আরিফ আহমেদ, সাংবাদিক মেহেদী হাসান সামাদ, ব্যবসায়ী শরীফ আহমেদ, আল মামুন প্রমুখ।
Leave a Reply