শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

দিবারাত্রির টেস্টে প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে যাচ্ছে বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ১২ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশে প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসর গোলাপি বলে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

 

মূলত এপ্রিল-মে মাসে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে দিবা-রাত্রির টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্রিকেটারদের জন্য খেলাধুলার পরিবেশ আরও সহনীয় হয়। এ প্রসঙ্গে আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা (গোলাপি বলের বিসিএল) বিবেচনা করছি। টুর্নামেন্টটা যেহেতু মে মাসে অনুষ্ঠিত হবে, এজন্য আমরা ভিন্ন কিছু করতে চাই। ওই সময় গরম একটা আলাদা ফ্যাক্টর থাকবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, তাই আমাদের এমন ভেন্যু লাগবে যেখানে ফ্লাডলাইট নিয়ে সমস্যা হবে না।’

 

তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যান, ‘আমরা আসলে এরকম পরিকল্পনা করছি, এখনও চূড়ান্ত নয়। হয়তো আমরা পিঙ্ক বল দিয়ে বিসিএল (আয়োজন) করতে পারি, ডে-নাইট করতে পারি কিংবা ভালো একটি টেস্ট ভেন্যুতে করতে পারি। ন্যাশনাল টিমের যারা ওই সময় থাকবে তারাই খেলবে, অথবা পরের ধাপের ক্রিকেটাররা অংশ নেবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর