রাজধানীর চারপাশে নদীর জায়গা দখলমুক্ত করার অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উচ্ছেদ করতে আসা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ওপর হামলা করেছে দখলদাররা। আজ বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গা নদীর উত্তরপাড় পোস্তগোলা ব্রিজের আগে শ্মশানঘাটের পাশের বালুমহাল উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ জানায়, দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল করে বালুমহাল ও ভাঙ্গারির গুদামের ব্যবসা করে আসছিলো ইব্রাহিম আলম রিপন ও তার ভাই ইকবাল আহমেদ বাপ্পিরা।
সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করলে রিপন ও বাপ্পির নেতৃত্বে সন্ত্রাসীরা বাধা দেয়। কিন্তু উচ্ছেদ অব্যাহত রাখলে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উচ্ছেদকারীদের ওপর দখলদাররা হামলা চালায় বলে অভিযোগ সংস্থাটির।
হামলার পর রিপন ও বাপ্পি নৌকায় কোরে নদী পার হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বিআইডব্লিউটিএ জানিয়েছে, কোন বাধাই উচ্ছেদকে ব্যহত করতে পারবেনা।
Leave a Reply