শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে আবারও ভারত টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মালয়েশিয়ায় বসেছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। যেখানে ফাইনালে ভারতের মুখামুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ হাসিটা হাসা হলো প্রোটিয়া মেয়েদের। আরও একবার ফাইনাল-দুঃস্বপ্ন মন ভাঙলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। প্রোটিয়াদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত।

 

লক্ষ্যটা ছিল খুবই অল্প রানের। দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে আটকে ফেলে ৯ উইকেটে অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ফরম্যাটের দুটি বিশ্বকাপই জিতল তারা, দক্ষিণ আফ্রিকায় বসা প্রথম আসরে ইংল্যান্ডকে হারিয়েছিল ৭ উইকেটে।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার বেমাস ওভালে ওপেনার কমলিনি ৮ রানে আউট হওয়ার পর গনগাদি তৃষা ও সানিকা চালকের ব্যাটে জয় পেয়েছে ভারত। তৃষা ৩৩ বলে ৪৪ ও চালকে ২২ বলে ২৬ রান করেন। ভারত ম্যাচটি জিতে ৫২ বল হাতে রেখে। দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র উইকেটটি নেন কেয়লা রেয়নেকে।

 

এর আগে তৃষা ও পারুনিকা সিসোদিয়ার ঘূর্ণিতে ২০ ওভারে ৮২ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের টপ অর্ডারে ওপেনার জেমা বোথা বাদে বাকি তিনজন দুই অঙ্ক ছুঁতে পারেননি। বোথা ১৪ বলে করেন ১৬ রান। ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে নামা কারাবো মেসো করেন ১০ রান।

 

৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকার হাল ধরেছিলেন মিয়েকে ফন ফর্স্ট ও ফে কাউলিং। তাদের মধ্যে হয় সর্বোচ্চ ৩০ রানের জুটি। ফর্স্ট ১৮ বলে ২৩ রান করে আউট হলে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। কাউলিং করেন ১৫ রান।

 

শেষের চারজনের মধ্যে নিনি বাদে কেউ রানের খাতা খুলতে পারেননি। ভারতের হয়ে ১৫ রানে ৩ উইকেট নেন তৃষা। ২টি করে শিকার করেন পারুনিকা, আয়ুশি শুকলা ও বৈষ্ণব শর্মা। এদের মধ্যে পারুনিকা ৪ ওভারে খরচ করেন মাত্র ৬ রান। শবনব শাকিল নেন ১ উইকেট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর