শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে : উপদেষ্টা নাহিদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ সময় দেখুন

ঢাকা, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে। আর সে পর্যন্ত রাজধানীর এই কলেজটির শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

 

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার কলেজটির শিক্ষার্থীরা গুলশান লিংক রোড অবরোধ করেছেন। এছাড়া সকাল থেকে কলেজ শাটডাউন ঘোষণা করায় সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

 

নাহিদ ইসলাম বলেন, ‘ইতিবাচক সমাধানের লক্ষ্যে প্রক্রিয়া চলমান। আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না।’

 

জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, ‘জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’

 

এদিকে সকালে একই সময়ে জগন্নাথ হলে সরস্বতী পূজার আয়োজন পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। এসময় তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত অবরোধ-হরতাল কর্মসূচি নিয়ে কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন, ‘পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই যেকোনো সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এ ধরনের উস্কে দেওয়ার মতো পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।’

 

‘মানুষ চায় না আওয়ামী লীগ কোনো ভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে, একটা এরকম গণহত্যা ঘটানোর পর তারা আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর