শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

তিতুমীরের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, রেল যোগাযোগ বন্ধ : মহাখালীতে বিজিবি মোতায়েন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ সময় দেখুন

ঢাকা, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

 

আজ সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে মহাখালী রেলগেট এলাকায় আসেন বিজিবির সদস্যরা। রেল রেলগেটের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন তারা। এর আগে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান উপস্থিত রেলকর্মীরা।

 

পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন। তার আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফেরত আসে।

 

এদিকে তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, অন্তর্বর্তী সরকার দাবি না মানা পর্যন্ত তারা সরবেন না। যেকোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে।

 

এর আগে গত ৩০ জানুয়ারি থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ সাত দাবিতে কলেজের মূল ফটকের সামনে গণঅনশন শুরু করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

 

সেই গণঅনশন কর্মসূচির মধ্যেই রবিবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বাঁশ দিয়ে সড়ক আটকে দেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে মহাখালী থেকে গুলশান-১ পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর