স্পোর্টস ডেস্ক, ২৮ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মিডিয়া সেলের হোওয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবিও শেয়ার করেন তিনি।
শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান তারেক রহমানের প্রতিনিধি দল। এসময় তারা চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলের কাছ থেকে ফুল গ্রহণ করেন তামিম ইকবালের মা নুসরাত ইকবাল খান এবং চাচা সাবেক ক্রিকেটার আকরাম হোসেন খান।
প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক, ডা. আমান উল্লাহ আমান, তারেক রহমানের স্বজন আভীক ইস্কান্দার ও মেহেদুল ইসলাম।
এর আগে, তামিম ইকবালের সুস্থতা কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া-মাহফিল আয়োজন করে বিএনপি।
Leave a Reply