শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

তর্ক-বিতর্ক থেকে নিজেকে আড়ালে রাখলেনঃ আরশ খান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ সময় দেখুন

বিনোদন ডেস্ক, ২৪ ডিসেম্বের২০২৪ইং (ঢাকা টিভি রিপোর্ট): নাটকের অভিনেতা আরশ খান। ইউটিউবকেন্দ্রিক কাজেই তাকে নিয়মিত দেখা যায়। কিছুদিন আগে বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ গঠিত হয়। ১৫ সদস্যের এই কমিটিতে নাম ছিল এ অভিনেতার।

কমিটির তালিকা প্রকাশের পর এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এ অভিনেতার নাম নিয়ে আপত্তি তুলে। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কমিটি থেকে স্বেচ্ছায় সরে দাড়ান এ অভিনেতা।

এ প্রসঙ্গে আরশ খান বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। শিল্পীর পর আমার আরও একট বড় পরিচয়, আমি আমজনতা। আমার শক্তি এবং সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্যপদের জন্য এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরও শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব, আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে। কথা দিচ্ছি, আমার দেশ এবং দেশের মানুষের জন্য সব সময় নিয়োজিত থাকব। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর