শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

ঢাকা দুই সিটি নির্বাচন : উত্তর সিটিতে নৌকা আতিকের, আর দক্ষিণ সিটিতে নৌকা তাপসের

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৯ সময় দেখুন

ঢাকা, ২৮ ডিসেম্বর ২০১৯ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বর্তমান মেয়র আতিকুল ইসলামকে। আর দক্ষিণে মনোনয়ন দিয়েছে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নুর তাপসকে। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে গণভবনে আওয়ামী লীগের বৈঠকে এই প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন ২০ জন। এর মধ্যে ঢাকা উত্তরে ১২ জন, দক্ষিণে আটজন। উত্তরে আতিকুল ইসলাম মনোনয়ন পাচ্ছেন এমনটা প্রায় নিশ্চিত ছিল। আর দক্ষিণে মূল আলোচনায় ছিলেন বর্তমান মেয়র সাঈদ খোকন এবং জলে নুর তাপস। শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাপসকেই বেছে নেয়।

অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। আজ বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত চুড়ান্ত করেছে দলটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর