রাত থেকে দুপুর অবধি সারাদেশেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায়ও এর ব্যতিক্রম হয়নি। সোমবার রাত থেকে ঢাকায় ভারী বৃষ্টি হয়েছে। ফলে অলিগলি ছাপিয়ে মূল সড়কেও হাঁটুপানি জমেছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষের পাশাপাশি একান্ত প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষজন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার সকাল ছয়টার আগের ২৪ ঘণ্টায় ঢাকাতে ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে থেমে থেমে যে ভারী বৃষ্টি হচ্ছে তাতে পরিমাণ অনেক বেড়ে গেলেও এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ভারী বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় মূল সড়কে পানি জমে থাকায় দুই পাশেই তৈরি হয়েছে দীর্ঘ যানজটের।
মানিকনগর, মুগদা, বাসাবো, মোহাম্মদপুর, মগবাজার ওয়্যারলেস গেট এলাকার পরিস্থিতি একই রকম। পানিতে তলিয়ে থাকায় চলাচলের দুর্ভোগ বেড়েছে।
রামচন্দ্রপুর খালের নবোদয় হাউজিং, আদাবর, শেকেরটেকসহ বিভিন্ন এলাকায় খালে পানির বাড়ার কারণে তা মূল সড়কে উঠে এসেছে।
মিরপুর-১০ নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়ার মূল সড়ক রোকেয়া সরণীতে বৃষ্টি পানি জমে সৃষ্টি করেছে তীব্র জলজট। মূল সড়কে এক হাঁটু পানি মাড়িয়ে চলতে হচ্ছে স্থানীয়দের।
এছাড়া নাখালপাড়া, গ্রিন রোড, মালিবাগ, চৌধুরিপাড়া, ডিআইটি রোড, বাড্ডার কিছু অংশের সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এছাড়া ধানমন্ডি-২৭, শুক্রাবাদ, জিগাতলা, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার অনেক প্রধান সড়ক ও অলিগলিতে পানি করছে থৈ থৈ। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর অবধি।
ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ঢাকাকে ছাড়িয়ে গেছে কক্সবাজার। গত ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছে ১০১ মিলিমিটার।
Leave a Reply