রাজধানীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের হলেও তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবার নগরীর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব নিতে চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ করতে ওয়েবিনারে অনুষ্ঠিত এক জরুরি সভায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে এই অনুরোধ করেন দক্ষিণের মেয়র।
মন্ত্রীকে লক্ষ্য করে মেয়র তাপস বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের ওপর অর্পিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সে দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। দায়িত্ব আমাদেরকে (সিটি করপোরেশন) দিন, আমরা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার মাধ্যমে এই ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করব।’
Leave a Reply