আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেছেন, এখন পর্যন্ত ডেঙ্গু রোগে ২ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫শ’ ৫১ জন এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে আরও বেড়ে না যায়, সে ব্যাপারে ঢাকার দুই সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, এ বছর ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি। রোগীর সংখ্যাও অনেক বেশি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা চিকিৎসা করছি। অবহেলা হবে না, আমরা বেডের ব্যবস্থা করেছি। দুই সিটির মেয়রদের সাথে মিটিং করেছি তাদেরকে আমরা বলেছি বেশি করে স্প্রে করেন যাতে ডেঙ্গু না হয়।
Leave a Reply