আজ রোববার সকালে সচিবালয়ে জননিরাপত্তা বিভাগের সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে কোনো দুর্নীতির বিরুদ্ধেই স্বাধীন দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিচ্ছে। ভবিষ্যতে দুর্নীতি কমাতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে কী ধরনের দুর্নীতি হয়, সে বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। আমরা সবার সঙ্গে তাল মিলিয়ে সারাবিশ্বের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছি। আমাদের সক্ষমতা বৃদ্ধি করছি যাতে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’
‘আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতা দেখাচ্ছে। অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তারা সব ধরনের খবরকে প্রাধান্য দিয়ে কাজ করে। শ্রীলঙ্কায় একটা ঘটনা ঘটেছে, সেজন্য আমরা একটা সমন্বয় ব্যবস্থা নিয়েছিলাম, সবাই সজাগ ছিলাম বলে ঘটনা ঘটেনি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত চলছে। সেই সাথে আমাদের ডিপার্টমেন্ট থেকেও অ্যাকশন শুরু হয়েছে। যেহেতু তিনি ডিআইজি সেজন্য কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে, সেগুলো শেষ হলে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হবে। তা নাহলে সে আবার বিচারের ফাঁকফোকড় আবার বের হয়ে যাবে।
Leave a Reply