জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৯ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেছেন, উন্নয়ন কাজের প্রতিটি স্তরে জবাবদিহিতা থাকতে হবে। শুধু উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেই হবে না। প্রতিটি কাজ হতে হবে মানসম্মত।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে পৌরসভার ৫নং ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের সধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী।
পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাকিম এরশাদ আলী মিয়া প্রমুখ।
ঠিকাদারী প্রতিষ্ঠান ফিরোজ ব্রাদার্স এর মালিক মাহাবুব আলম ফিরোজ জানান, প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার দৈর্ঘ্য রাস্তাটি তিনি বাস্তবায়ন করছেন।
Leave a Reply