বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৮ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৭ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ‘নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলা সদর ও গোড়াই শিল্পাঞ্চলে পৃথক কর্মসূচি পালন করে তারা। এসময় বিক্ষোভকারীরা ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেয়।

 

 

সকাল এগারোটার দিকে উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ও মির্জাপুর এস কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মির্জাপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এতে বক্তৃতা করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্র ইমন সিদ্দিকী, আজমান আহমেদ, নাবিল, ফাহাদ, পারভেজ, আশিক রাফি, জিহাদ রাহিম ও সুজন।

 

অপরদিকে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের উপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একই সময়ে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্বদেন, রুবাইয়া়েত হাসান রিয়াদ। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাটুভাঙা রোডে বিক্ষোভ শেষে গোড়াই ফ্লাইওভারের নীচে সমাবেশ করে। বক্তব্য রাখেন ইকবাল হোসাইন (সুজন), হাফেজ অলিউল্লাহ্, লিপু খান, সাইমন সিদ্দীক, সালমান হোসাইন, হাবিবুর রহমান ও ফেরদৌস প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর