জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২০ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে মহাসড়কের কালিহাতী হাতিয়া ১১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ পরিদর্শক (এস আই) নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলু বাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালবাহী ট্রাকের চালক নিহত হয়। দুর্ঘটনায় আহত ভ্যানচালকসহ ৩ জন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
Leave a Reply