শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই (জয়পুরহাট),০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের  তালোড়া বাইগুনী চারমাথা বাজারে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় উক্ত  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় এলে বিএনপি দেশের প্রতিটি ইউনিয়নে কৃষকদের জন্য ক্রয় কেন্দ্র স্থাপন করবে। এর মাধ্যমে কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এছাড়াও, কৃষকদের জন্য শস্য বীমা চালু, সেচ ব্যবস্থার সংকট নিরসনে খাল খনন, সল্পমূল্যে বীজ ও সার বিতরণসহ কৃষকের উন্নয়ন ও তাদের পাশে দাঁড়াতে ১৩টি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি দাবি করেন, কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে বিএনপি সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।

 

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনাসহ তার সহযোগীদের দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। তারা এখনো দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি গরীব কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষি ঋণের সুদ মওকুফ করারও ঘোষণা দেন।

 

 

কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে কৃষক সমাবেশের আয়োজন করা হয়। আজ জয়পুরহাটের কালাই উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশটি ছিল জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহবায়ক মো. সেলিম রেজা ডিউক। উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক মো. গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহবায়ক মো. আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জিএম বাবলু, যুগ্ম আহবায়ক সুমির জালাল, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. ইউনুছ আলি, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, পুনট ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক শাহিনুর ইসলামসহ স্থানীয় বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ।

 

অন্যান্য বক্তারা কৃষকদের সমস্যা সমাধানে বিএনপির উদ্যোগসমূহের গুরুত্ব তুলে ধরেন।এ সময় বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে কৃষক সমাজের উন্নয়ন এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। কৃষকদল এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর