সৌদি আরবের জেদ্দায় পৌঁছালো বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার (০৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড় টার দিকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ৪১৯ জন যাত্রী।
এর আগে সকাল ৭টা ১৫মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। সোয়া ১১ টার দিকে আরও ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বিমানের দ্বিতীয় ফ্লাইটটি।
আশকোনা হজ ক্যাম্প ও বিমানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে হজ ফ্লাইটের উদ্বোধন করেন বিমান ও ধর্ম প্রতিমন্ত্রী। শান্তিপূর্ণ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা।
Leave a Reply