শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ২১ এপ্রিল ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ছাত্রদল নেতা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে দোয়ারা বাজার সরকারি কলেজ এবং দোয়ারা বাজার উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী, জুলাই আগষ্ট আন্দোলনে অকুতোভয় সংগ্রামী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়
মানববন্ধন অনুষ্ঠানে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্য গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত যেন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দোয়ারা বাজার সরকারি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
Leave a Reply