রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা শিলং থেকে দেশে ফিরল : ইংল্যান্ডে যাচ্ছেন হামজা চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক, ২৭ মার্চ ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে গোলশূন্য ড্র করার পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এক পয়েন্ট অর্জন করে হাভিয়ের কাবরেরার দল। আজ বিকেলে শিলং থেকে গুয়াহাটি ও কলকাতা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, হামজা চৌধুরী আজ ঢাকায় অবস্থান করবেন এবং আগামীকালই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। লিস্টার সিটির এই মিডফিল্ডার প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে নেমে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছেন, যা বাংলাদেশি ফুটবল ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

 

এদিকে, দলের অন্যান্য ফুটবলাররা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছেন। কেউ সরাসরি ঈদের ছুটিতে যাচ্ছেন, আবার কেউ ক্লাবের সঙ্গে সংযুক্ত থাকার পর ছুটিতে যাবেন। দেশের ঘরোয়া ফুটবল আবার শুরু হবে ১১ এপ্রিল, তাই ঈদের ছুটি কাটিয়ে এর আগেই সবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

 

বাছাইপর্বের ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ১ পয়েন্ট পেলেও জয়ের সুযোগ ছিল। প্রতিপক্ষ ভারতকে বেশ চাপে রেখেছিল কাবরেরার দল, তবে একের পর এক সুযোগ হাতছাড়া করায় কাঙ্ক্ষিত জয় ধরা দেয়নি। তবে পুরো ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন হামজা চৌধুরী। তার ডিফেন্সিভ মিডফিল্ডে দুর্দান্ত উপস্থিতি, ট্যাকলিং ও বল কন্ট্রোল বাংলাদেশের রক্ষণভাগকে মজবুত রেখেছে।

 

সেই পারফরম্যান্সের পরই তিনি ফিরছেন ইংল্যান্ডে, তবে বাংলাদেশ ফুটবলে তার উপস্থিতি যে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী ম্যাচগুলোতে তাকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর